ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

পুলিশ সদস্যের রাজকীয় বিদায়

পুলিশ সদস্যের রাজকীয় বিদায়
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পুলিশ সদস্য মো. আসাদ হোসেন (৫৫) ছত্রিশ বছর চাকরি জীবন শেষ করেছেন রোববার। এদিন বিকালে জাঁকজমকভাবে পুলিশ সদস্যরা তাদের সহকর্মী আসাদকে বিদায় জানিয়েছেন। এই প্রথম লক্ষ্মীপুরের রায়পুর থানা পুলিশ ফাঁড়ির কোনো সদস্যকে বিদায় জানানো হলো।

বিদায়ী পুলিশ সদস্য আসাদ হোসেন নোয়াখালী জেলার সদর থানার সুধারাম ইউপির বাসিন্দা। তার মা, বাবা, স্ত্রী ও এক ছেলে ও ২ মেয়ে রয়েছেন। ছেলে-মেয়ে উচ্চতর পড়াশুনা করে ভালো চাকরির জন্য অপেক্ষা করছেন।

সোমবার সকালে হায়দরগঞ্জ ফাঁড়ির পরিদর্শক হাসান জাহাঙ্গীর জানান, আসাদ হোসেন ৩৬ বছর সততার সঙ্গে চাকরি করে স্বেচ্ছায় অবসর নিয়েছেন। একজন ভালো ও নামাজি মানুষ ছিলেন। আইনের প্রতি শ্রদ্ধা রেখে অন্য পুলিশ সদস্যের সঙ্গে সুসম্পর্ক রেখেছিলেন। চাকরি জীবনে বিদায় বেলায় তাকে সরকারি গাড়িটি ফুল দিয়ে সাজিয়ে তার বাড়িতে পৌঁছে দেয়া হয়েছে।

বিদায়ী অশ্রুসিক্ত আসাদ হোসেন জানান, চাকরি জীবনে আমি কখনও দায়িত্বে অবহেলা করিনি। সহকর্মীদের সঙ্গে ভালো সময় কেটেছে। কয়েক বছর দেখে আসছি বড় বড় পুলিশ কর্মকর্তাদের ঢাকঢোল পিটিয়ে বিদায় দেয়া হয়। কিন্তু একজন সাধারণ পুলিশ সদস্যকে এভাবে বিদায় জানাবে কল্পনাও করিনি। আমি ধন্য, আমি কৃতজ্ঞ। বিদায়ের সময় নানা উপহার, সংবর্ধনা ও ওসি সাহেবের শ্রদ্ধা ও ভালোবাসা পেয়ে আমি খুবই আনন্দিত। আগামীতে অন্য পুলিশ সদস্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন