ভিমরুলের কামড়ে প্রভাষকের মৃত্যু


গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ভিমরুলের কামড়ে লালমনিরহাটের চাপারহাট শামছুদ্দিন-কমরউদ্দিন কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক সুবাস চন্দ্র রায়ের মৃত্যু হয়েছে।
এর আগে দুপুর ১২টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের সতীরপাড় এলাকায় বাড়ির পাশের সুপারি বাগানে এ ঘটনা ঘটে। প্রভাষক সুবাস চন্দ্র রায় ওই গ্রামের মৃত প্রসন্ন রায়ের ছেলে।
স্থানীয়রা জানান, গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশের সুপারি বাগানে যান প্রভাষক সুবাস। ঘাস কাটার সময় ঘাসের ভেতরে থাকা ভিমরুলের বাসায় হাত লাগলে শতাধিক ভিমরুল তাকে কামড় দেয়। পরে তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শতাধিক ভিমরুলের কামড়ের কারণে তার শরীরে বিষক্রিয়া হয়। হাসপাতালে দ্রুত নিয়ে আসলে তাকে বাঁচানো যেত।
এইচকেআর
