গৌরনদীতে এক মেম্বর প্রার্থীকে জরিমানা

নির্বাচন স্থগিত হওয়ার পরেও বরিশালের গৌরনদীতে উঠান বৈঠক ও খাবারের আয়োজন করায় এক মেম্বর প্রার্থীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পাশাপাশি রান্না করা খিচুরি জনগনের মাঝে বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস।
গত সোমবার ( ১২ এপ্রিল ) বিকেলে উপজেলার নন্দনপট্রি মাদ্রসা মাঠে এ ঘটনা ঘটে ।
জানা যায়, উপজেলার বার্থী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী নূর মোহাম্মদ সরদার নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করে গত সোমবার বিকেলে নন্দনপট্রি মাদ্রসা মাঠে উঠান বৈঠকের আয়োজন করেন । এসময় তিনি কর্মী ও সমর্থকদের জন্য তিন ডেগ খিচুরি রান্না করেন। গোপন সংবাদে এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস ওই এলাকায় অভিযান চালায়। এ সময় প্রার্থীকে ২ হাজার টাকা জরিমানাসহ লিখিত মুচলেকা নেন।
এইচকেআর