ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

Motobad news

গৌরনদীতে এক মেম্বর প্রার্থীকে জরিমানা 

 গৌরনদীতে এক মেম্বর প্রার্থীকে জরিমানা 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

 

নির্বাচন স্থগিত হওয়ার পরেও বরিশালের গৌরনদীতে উঠান বৈঠক ও খাবারের আয়োজন করায় এক মেম্বর প্রার্থীকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

পাশাপাশি রান্না করা খিচুরি জনগনের মাঝে বিতরণ করছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস। 

গত সোমবার ( ১২ এপ্রিল ) বিকেলে উপজেলার নন্দনপট্রি মাদ্রসা মাঠে এ ঘটনা ঘটে । 

জানা যায়, উপজেলার বার্থী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী নূর মোহাম্মদ সরদার নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করে  গত সোমবার বিকেলে নন্দনপট্রি মাদ্রসা মাঠে উঠান বৈঠকের আয়োজন করেন । এসময় তিনি কর্মী ও সমর্থকদের জন্য তিন ডেগ খিচুরি রান্না করেন। গোপন সংবাদে এ খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস ওই এলাকায় অভিযান চালায়। এ সময় প্রার্থীকে ২ হাজার টাকা জরিমানাসহ লিখিত মুচলেকা নেন।   
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন