ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

Motobad news

গৌরনদীতে চায়ের দোকানীর মাক্স বিতরণ

গৌরনদীতে চায়ের দোকানীর মাক্স বিতরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


বরিশালের গৌরনদীতে চায়ের দোকানীর উদ্যোগে মাক্স বিহীন পথচারীদের মাঝে বিনামূল্যে দুই হাজার মাক্স বিতরণ করা হয়েছে।

গত সোমবার বিকেলে ও মঙ্গলবার সকালে উপজেলার মিশন মার্কেটের জেমস ট্রি স্টোর নামের চায়ের দোকানীর উদ্যোগে দুইদিন ব্যাপী  এ মাক্স বিতরণ করা হয়।

মাক্স বিহীন পথচারীদের মাস্ক পরানোর মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধণ করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।


এসময় থানার এসআই সাহাবুদ্দিন, ক্যাথলিক মিশনের ফাদার রিচার্ড হালদার, গৌরনদী উপজেলার প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, সাধারণ সম্পাদক মনীষ চন্দ্র বিশ্বাস, সাংবাদিক প্রধান কাজী আল আমীন, হাসান মাহমুদ, এইচএম লিজন উপস্থিত ছিলেন।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন