ঢাকা শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

Motobad news

মৃত্যুঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে দক্ষিণের মানুষ

মৃত্যুঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে দক্ষিণের মানুষ
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় টানা এক সপ্তাহের লকডাউনে দেশ। লকডাউনকে কেন্দ্র করে মৃত্যুঝুঁকি নিয়ে গ্রামের বাড়ি ফিরছে মানুষ। দূরপাল্লার গাড়ি বন্ধ থাকায় অনেকেই ট্রাক ও মাইক্রোবাস, মিনি পিকআপ দিয়ে গন্তব্যে ফিরছেন। বরিশাল রুপাতলী বাসটার্মিনাল এলাকায় মঙ্গলবার দুপুরে এ চিত্র চোখে পড়ে।

সরেজমিনে দেখা যায়, হাজার হাজার যাত্রী বাড়ি ফেরার জন্য ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে আছে। দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় তারা ভাড়া করছে ট্রাকসহ নানা পরিবহন। এমনকি মালবাহী ট্রাকেও মানুষ বাড়ি ফিরছে। একপ্রকার মৃত্যুঝুঁকি নিয়েই স্বজনদের কাছে ফিরছে মানুষ।

বরগুনাগামী যাত্রী আশরাফ হোসেন বলেন, বুধবার থেকে টানা লকডাউন চলবে। তাই বাড়িতে গিয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে এ সময়টা কাটাতে চাই। কিন্তু রাস্তায় এসে দেখি কোনো গাড়িই চলছে না। তিন ঘণ্টা অপেক্ষা করার পরও কোনো পরিবহন পাচ্ছি না। জানি না কিভাবে বাড়ি যাব?

রোজিনা ইসলাম নামে এক তরুণী বলেন, পিরোজপুর যাওয়ার উদ্দেশে সকাল থেকে ছেলে-মেয়ে নিয়ে অপেক্ষা করছেন। যেতে পারছেন না। প্রচণ্ড রোদে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

রুপাতলীতে দায়িত্বে থাকা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক ফোরকান জানান, আগামী এক সাপ্তাহ দেশ লকডাউন থাকবে তাই যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েছে মহাসড়কে। দূরপাল্লার পরিবহন বন্ধ থাকায় সাধারণ মানুষের সাময়িক কষ্ট হচ্ছে। তবে মহাসড়কের সকল সমস্যা সমাধানে কাজ করছি আমরা।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন