মনপুরায় জাতীয় শোক দিবস পালিত


ভোলার মনপুরায় জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি’র ব্যাক্তিগত উদ্যোগে ২টি হাফেজিয়া ও এতিম খানায় ৪’শ এতিম ছাত্রদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে। রবিবার বাদ জোহর এই উন্নতমানের খাবার বিতরণ করা হয়।
পাশাপাশি উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে খতমে কোরআন তিলাওয়াত, মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এর আগে সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা আ’লীগের উদ্যোগে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে দিবসটি পালন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাঈদ আহম্মেদ, উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, যুবলীগ সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন হাওলাদার, আ’লীগের সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দীপক, আ’লীগ যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ অলিউল্লাহ কাজল, আ’লীগের সাবেক সম্পাদক একেএম শাহজাহান মিয়া, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক বায়জিদ কামাল, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি মজনু ফরাজী, উপজেলা যুবলীগের সম্পাদক মনিরুজ্জামান মনির, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল কাশেম মাতাব্বর, প্রেসক্লাব সভাপতি মোঃ আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নিজাম উদ্দিন মিয়া, ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন সাগর, সম্পাদক সুমন ফরাজীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এইচেকআর
