ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • জঙ্গি গোষ্ঠী আইএসের জন্য অর্থ সংগ্রহ করত মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা ডেঙ্গুর পাশাপাশি বাড়ছে করোনা, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ ‘৬ মাসে সড়ক দুর্ঘটনায় প্রা*ণ গেল ২ হাজার ৭৭৮ জনের’ দলের কেউ অপরাধ করলেই ব্যবস্থা নেবে বিএনপি: রিজভী বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে করোনা পরীক্ষার ফি পুনর্নির্ধারণ ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন ৪৪তম বিসিএসে বরিশাল বিশ্ববিদ্যালয়ের চমক, সুপারিশপ্রাপ্ত ১৮ জন মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার  নাগরিক উন্নয়ন ফোরামের ‍‍উদ্যোগে কাঁচা রাস্তা মেরামতে বালু প্রদান
  • গিটারের জাদুকরের অজানা পাঁচ

     গিটারের জাদুকরের অজানা পাঁচ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অসম্ভব জনপ্রিয় সংগীত শিল্পী আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ। তিনি মৃত্যুবরণ করলেও তার সৃষ্টি এখনো অবিস্মরণীয় হয়ে আছে বাংলা গানে। তার অনেক গান শুনেছি আমরা। কিন্তু তার সর্ম্পকে জানা নেই এমন পাঁচটি তথ্য তুলে ধরা হলো আজ।

    ১. বাবা-মা’র রবিন, ভক্তদের ‘এবি’
    আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। বাবা-মা আদর করে ডাক নাম দেন রবিন৷ ছোটবেলা থেকেই ছিল সংগীতের প্রতি ব্যাপক আগ্রহ৷ তবে সংগীত জগতে বাচ্চুর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ফিলিংস ব্যান্ডের সাথে, ১৯৭৮ সালে৷ শহীদ মাহমুদ জঙ্গীর কথায় ‘হারানো বিকেলের গল্প’ তাঁর কন্ঠ দেয়া প্রথম গান। ১৯৮০ থেকে ১৯৯০ সালে তিনি সোলস ব্যান্ডের সাথে যুক্ত ছিলেন।

    ২. প্রথম এ্যালবাম
    আইয়ুব বাচ্চুর প্রথম প্রকাশিত একক অ্যালবাম ‘রক্তগোলাপ’ প্রকাশ হয় ১৯৮৬ সালে। এই অ্যালবামটি তেমন একটা সাফল্য না পেলেও ১৯৮৮ সালে দ্বিতীয় একক অ্যালবাম ‘ময়না’ প্রকাশের পর আইয়ুব বাচ্চুর সফলতার গ্রাফ আর কখনো নীচে নামেনি।

    ৩. লাভ রানস ব্লাইন্ড
    এলআরবি আর বাচ্চু পরস্পর থেকে অবিচ্ছেদ্য। সোলস ছাড়ার পর ১৯৯১ সালে গঠন করেন এলআরবি। শুরুতে এর নাম ছিল ‘লিটল রিভার ব্যান্ড’, পরে নাম পরিবর্তন করে ‘লাভ রানস ব্লাইন্ড’ করা হয়। এলআরবি নামেই ১৯৯২ সালে ব্যান্ডের প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। এটি বাংলাদেশের ইতিহাসের প্রথম দ্বৈত অ্যালবাম। এই অ্যালবামের ‘শেষ চিঠি কেন এমন চিঠি’, ‘ঘুম ভাঙ্গা শহরে’, ‘হকার’ গানগুলো জনপ্রিয়তা লাভ করে।

    ৪. ‘রূপালি গিটার’
    ১৯৯৩ ও ১৯৯৪ সালে প্রকাশিত হয় দ্বিতীয় ও তৃতীয় ব্যান্ড অ্যালবাম ‘সুখ’ ও ‘তবুও’। সুখ-এর ‘চলো বদলে যাই’ ও ‘রূপালি গিটার’ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় গান। ‘চলো বদলে যাই’ গানটির কথা ও সুর বাচ্চুরই। ১৯৯৫ সালে তৃতীয় একক অ্যালবাম ‘কষ্ট’কে অনেকেই সর্বকালের সেরা একক অ্যালবাম হিসেবে আখ্যা দিয়ে থাকেন। এই অ্যালবামের ‘কষ্ট কাকে বলে’, ‘কষ্ট পেতে ভালোবাসি’, ‘অবাক হৃদয়’ ও ‘আমিও মানুষ’ ব্যাপক জনপ্রিয়তা পায়। অনেক বাংলা ছবিতেও প্লেব্যাক করেছেন আইয়ুব বাচ্চু। তাঁর গাওয়া প্রথম চলচ্চিত্রের গান ‘লুটতরাজ’ ছবির ‘অনন্ত প্রেম তুমি দাও আমাকে’ বাংলা ছবির অন্যতম একটি জনপ্রিয় গান। এছাড়া ‘সাগরিকা’ ছবির ‘আকাশ ছুঁয়েছে মাটিকে’, ‘ব্যাচেলর’ ছবির ‘আমি তো প্রেমে পড়িনি’, ‘আম্মাজান’ ছবির ‘আম্মাজান’, বাংলা সিনেমার ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে স্থান করে নিয়েছে। 

    ৫. অন্যতম গিটারিস্ট
    বাংলাদেশ তো বটেই, ভারতীয় উপমহাদেশের অন্যতম গিটারিস্টের মর্যাদা দেয়া হয় আইয়ুব বাচ্চুকে। গিটারের সংগ্রহও ছিল বাচ্চুর। এর মধ্যে পাঁচটি গিটার নতুন প্রজন্মের হাতে তুলে দিতে দেশব্যাপী গিটার প্রতিযোগিতা করতে চেয়েছিলেন তিনি৷ অর্থায়নের সংকটে সে উদ্যোগ সফল না হওয়ায় ক্ষুব্ধ বাচ্চু নিজের গিটারগুলো নিলামে তুলে দেয়ার ঘোষণা দিয়েছিলেন একবার৷ ঢাকার মগবাজারে ‘এবি কিচেন’ নামে নিজের স্টুডিও গড়ে তোলেন আইয়ুব বাচ্চু।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ