বরিশালে ঘরে ঘরে ফ্রি নিত্যপণ্য পৌঁছে দিচ্ছে জাগ্রত তারুণ্য


বরিশাল নগরীতে সার্ভিস চার্জ ছাড়াই বাসায় বাসায় গিয়ে ফ্রি নিত্যপণ্য ডেলিভারি দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন "জাগ্রত তারুণ্য"। লকডাউনে নগরীর মানুষের অবস্থান ঘরে নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেয় জাগ্রত তারুণ্যের "তারুণ্য এক্সপ্রেস " নামে একটি টিম।
বরিশাল নগরীর বিভিন্ন এলাকাকে ৮টি জোনে বিভক্ত করে ৮ জন জোনাল প্রতিনিধির মাধ্যমে "তারুণ্য এক্সপ্রেস" কল পাওয়ার সাথে সাথেই খুব দ্রুত সময়ে স্বাস্থ্যবিধি মেনে বাসায় ফ্রি হোম ডেলিভারি সেবা প্রদান করছে।
জাগ্রত তারুণ্যের প্রতিষ্ঠাতা বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শাহবাজ মিয়া শোভন বলেন, এই লকডাউনে মানুষকে ঘরে থাকা অনেকগুরুত্বপূর্ণ। তবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর জন্য মানুষকে বাইরে বের হতে হচ্ছে। সেই দিকে লক্ষ্য রেখে মানুষকে ঘরে রাখার জন্য আমরা এই পদক্ষেপ নিয়েছি।
উল্লেখ্য, "জাগ্রত তারুণ্য" বাংলাদেশের তরুণদের সর্বোচ্চ জাতীয় স্বীকৃতি জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড প্রাপ্ত একটি অলাভজনক,অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক সংগঠন।
টিএইচএ/
