ঢাকা রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩

Motobad news

ডিলিট ফর এভরিওয়ানে আসছে পরিবর্তন

ডিলিট ফর এভরিওয়ানে আসছে পরিবর্তন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

মেসেজিং অ্যাপ হিসেবে সবচেয়ে বেশি ব্যবহার হয় হোয়াটসঅ্যাপ। সামাজিক যোগাযোগের এই প্লাটফর্মটিও ব্যবহারকারীদের কথা মাথায় রেখে নিয়মিত পরিবর্তন আনছে। সেই ধারাবাহিকতায় এবার ডিলিট ফর এভরিওয়ানে আসছে বড়ধরনের পরিবর্তন।

হোয়াটসঅ্যাপের ডিলিট ফর এভরিয়ান ফিচার অন্যন্ত জনপ্রিয়। এর মাধ্যমে কোনো মেসেজ ভুল করে পাঠালে তা ডিলিট করা সম্ভব। বর্তমানে ১ ঘণ্টা ৮ মিনিট ১৬ সেকেন্ড সময়ের মধ্যে যাকে মেসেজ করছেন তার কাছ থেকে টেক্সট, ইমেজ বা ভিডিও ডিলিট করা সম্ভব। তারপর আর সম্ভব নয়। কিন্তু নতুন আপডেট অনুযায়ী এবার থেকে দুদিনেরও বেশি সময়ের মধ্যে ডিলিট ফর এভরিয়ান ফিচার ব্যবহার করা সম্ভব।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই ফিচার চালু করার ফলে বেশ সুবিধা হবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের। কারণ অনেক ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ-এ পাঠানো মেসেজ বেশ কিছু সময় পর ডিলিট করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে এই ফিচার ব্যবহার করার ফলে তা আরও সুবিধা হবে।


এমইউআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন