ঢাকা শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

Motobad news
শিরোনাম
  • শেখ হাসিনার বিচারকাজ শেষ, রায়ের দিন নির্ধারিত হবে ১৩ নভেম্বর গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু ২৭ মার্চ ১৫ সেনা কর্মকর্তার আইনজীবী থাকছেন না ব্যারিস্টার সরোয়ার ইসলামী ব্যাংক-ইবনে সিনার কাউকে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ নয় এখন প্রয়োজন জুলাই সনদের আইনি ভিত্তি: আব্দুল্লাহ তাহের ‘সাংবিধানিক আদেশ’ পেলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি জামায়াত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ মাধ্যমিকে ৩ শ্রেণির সাড়ে ১২ কোটি বই ছাপানো হবে, ব্যয় ৪৪৫ কোটি চন্দ্রমোহন বিএনপির বহিস্কৃত নেতার সরকারি জমি দখল, আটকে দিলো প্রশাসন ১৫ সেনা কর্মকর্তাকে নেওয়া হলো সেনানিবাসের অস্থায়ী কারাগারে
  • কেন বারবার অর্ধনগ্ন হন উরফি

    কেন বারবার অর্ধনগ্ন হন উরফি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘বিগ বস’-এর প্রতিযোগিতায় থাকার পর উরফি জাবেদ বলিউডে অভিনয় শুরু করেন। তিনি যতটা না সিনেমায় অভিনয় করে আলোচনায় থাকেন, তার চেয়ে বেশি আলোচনায় থাকেন খোলামেলা ও উদ্ভট পোশাক পরার কারণে। সমালোচকরা বলছেন, আলোচনায় থাকার কারণেই উরফি এমন উদ্ভট ও খোলামেলা পোশাক পরে থাকেন।

    সমালোচকদের এমন সমালোচনার জবাব না দিলেও নিজের বারবার খোলামেলা পোশাক পরা নিয়ে সম্প্রতি কথা বলেছেন উরফি। সম্প্রতি একটি অনুষ্ঠানে উরফি জানিয়েছেন, তিনি চান না পোশাক নিয়ে তার পোশাক নিয়ে কেউ কিছু বলুক।

    সম্প্রতি ‘ঝলক দিখলা যা ১০’-এর মিউজিক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উরফি। যথারীতি খোলামেলা পোশাকও পরেছিলেন তিনি। জলপাই রঙের খাটো ঝুলের পোশাক পরেছিলেন উরফি। ঊর্ধ্বাঙ্গের আবরণ ছিল সীমিত। পিঠ ছিল পুরোটাই খোলা। তবু সেই পোশাকও উরফির অন্যান্য পোশাকের তুলনায় ‘কিছুটা ভাল’ বলে মনে হয়েছিল এক চিত্র সাংবাদিকের। এমন মন্তব্য শুনেই মেজাজ হারান উরফি।

    মঞ্চে দাঁড়িয়েই চিৎকার করে উরফি বলেন, ‘তোমাদের যদি পোশাক নিয়ে কথা বলতেই হয়, তবে নিজের প্রেমিকা কিংবা বাড়িতে মা-বোনেদের দিয়ে বলো। আমার পোশাক নিয়ে আজকের পর থেকে কেউ কোনো মন্তব্য করবে না।’ শুধু তাই নয়, উরফি জানিয়েছেন এমন মন্তব্য করলে তিনি তার সঙ্গে ছবিও তুলতে দেবেন না।

    শুধু, ‘ঝলক দিখলা যা ১০’ অনুষ্ঠানেই নয়, বারবার খোলামেলা ও উদ্ভট পোশাকে হাজির হন উরফি। এর আগে ব্লেড দিয়ে পোশাক পরে সবার সামনে হাজির হয়েছিলেন উরফি। তার পুরো পোশাকজুড়ে ছিল ব্লেড। পোশাক বানিয়েছেন ২০ কেজি কাঁচ দিয়েও! 

    তার আগে চটের বস্তা দিয়েও পোশাক বানিয়ে পরেছেন উরফি। এ ছাড়া সেফটিফিন, ফিতা ও কাগজ দিয়েও পোশাক বানিয়ে পরেছেন তিনি।

    খোলামেলা পোশাক পরার কারণে সমালোচকরা বলেছিলেন, উরফির ওপর পাথর নিক্ষেপ করা উচিত। এর জবাবে তিনি পাথর দিয়েই বানিয়ে ফেলেন পোশাক। সে পোশাক পরেও সমালোচিত হতে তাকে।

    উদ্ভট এসব পোশাকের বাইরে প্রায়ই হাজির হন খোলামেলা পোশাকে। কখনও শুধু বিকিনি আবার কখনও শুধু কয়েক টুকরা সুতা থাকে তার শরীরে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ