কেউ চাঁদাবাজি করে তাকে আইনের হাতে তুলে দিন: তসলিম উদ্দিন
বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক এইচএম তসলিম উদ্দিন বলেন, বিএনপি একটি শান্তির রাজনৈতিক দল। এখানে বিশৃংখলা সৃষ্টির কোন সুযোগ নেই। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সারাদেশে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সুসংগঠিত রয়েছে।
কেউ যদি চাঁদাবাজি করলে সে আমাদের দলের কেউ না। আমার তাদের দলের নেতা-কর্মী হিসাবে মানিনা। চাঁদাবাজি করে দলের বদনাম করলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিন।
বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন বিএনপির আয়োজিত দোয়া মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বিএনপি ভোটের রাজনীতিতে বিশ্বাস করে। আমারও একটা ভোট, একজন সাধারণ মানুষেরও একটা ভোট। অতএব মানুষের সাথে ভালো ব্যবহার করুন।
আগামী সংসদ নির্বাচনে বিএনপিকে পার্লামেন্টে দেখতে চাইলে মানুষের বিপদে আপদে পাশে দাড়ান। সাধারণ মানুষের আস্থা অর্জন করুন।
বরিশাল-৩ আসনের বিএনপির কর্ণধর এ্যাডভোকেট জয়নাল আবেদীন এর জন্য কাজ করুন'।
দোয়া মোনাজাত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অহিদুজ্জামান দুলাল মোল্লার সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সামসুল আলম ফকির।
আরো বক্তব্য রাখেন, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কামরুল আহসান, বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রকিবুল হাসান খান রাকিব, উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিক আল আমিন, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল আহসান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক লিমন, লিটন তালুকদার, রাজিব খান, রিয়াজ শরিফ, আসলাম, উজ্জ্বল, ইউনিয়ন যুবদলের সভাপতি শাহজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুবদল নেতা আরিফুর রহমান ইরান। কোরআন তেলোয়াত করেন বিএনপি নেতা বাচ্চু মৃধা।
এসময় ছাত্র আন্দোলনে নিহতদের ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহেুর মাগফেরাত কামনায় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়েছে।
এইচকেআর