মাইডাস ফাইন্যান্স পিএলসি’র পরিচালক পদে নিয়োগ পেলেন বরিশালের সন্তান কামরুজ্জামান খান মাসুম


বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের সাহেবের হাট পঞ্চায়েত বাড়ির কৃতি সন্তান মো. কামরুজ্জামান খান মাসুম মাইডাস ফাইন্যান্স পিএলসি’র পরিচালক পদে নিয়োগ পেয়েছেন। তিনি বর্তমানে লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-তে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ এসএমই ও রিটেইল বিজনেস পদে কর্মরত আছেন।
লংকাবাংলা ফাইন্যান্স কর্তৃক মনোনীত হয়ে তিনি এই দায়িত্বে নিযুক্ত হন। তার এই অর্জন বরিশাল তথা দেশের জন্য গর্বের বিষয়।
কামরুজ্জামান খান মাসুম সাহেবের হাট পঞ্চায়েত বাড়ির মরহুম আবদুল লতিফ খান সাহেবের কনিষ্ঠ পুত্র। তিনি ২০০৩ সালে ব্র্যাক ব্যাংক পিএলসিতে ‘কাস্টমার সার্ভিস অফিসার’ হিসেবে তার পেশাজীবন শুরু করেন। ২০১৩ সাল পর্যন্ত ব্র্যাক ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলভাবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে ২০১৩ সালের ডিসেম্বর মাসে তিনি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি-তে ‘হেড অফ এসএমই’ পদে যোগদান করেন এবং দক্ষতা ও নেতৃত্বের গুণে বর্তমানে প্রতিষ্ঠানের অন্যতম উচ্চপদে কর্মরত আছেন।
তার এই সাফল্যে পরিবার, সহকর্মী, বন্ধু-বান্ধবসহ বরিশালবাসী গর্বিত ও আনন্দিত।
এইচকেআর
