ঢাকা বুধবার, ৩০ জুলাই ২০২৫

Motobad news
শিরোনাম
  • সরকার পরিচালনা করতে হলে নাগরিকদের কথা শুনতে হবে : তারেক রহমান কনস্টেবলের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিয়ে বরখাস্ত এএসপি বরিশালসহ তিন বিভাগে ৬০ কিমি বেগে ঝড়, অতিবৃষ্টির শঙ্কা রাতের ভোটের আইডিয়া কার, ফাঁস করলেন সাবেক আইজিপি মামুন সাইবার হামলার আশঙ্কা, সতর্কতা জারি করলো বাংলাদেশ ব্যাংক লালমোহনে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদান নতুন যুক্ত হচ্ছে ৪৫ লাখ ভোটার, বাদ পড়ছে ২১ লাখ বাকেরগঞ্জে মাদকাসক্ত ছেলেকে হত্যা, থানায় মা-বাবার আত্মসমর্পণ জুলাই সনদের খসড়া গ্রহণ করতে পারি না: এনসিপি বরিশাল বিভাগে ডেঙ্গুর প্রকোপ: বরগুনায় তিন মাস ধরে সংক্রমণ নিয়ন্ত্রণহীন
  • উজিরপুরে চেয়ারম্যানের অপসারণের দাবিতে সড়ক অবরোধ

    উজিরপুরে চেয়ারম্যানের অপসারণের দাবিতে সড়ক অবরোধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নের চেয়ারম্যান আওরঙ্গজেব কালুর অপসারণের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে ইউনিয়নবাসী।

    মঙ্গলবার সকাল ১০টায় বরিশাল-বানারীপাড়া সড়কের গুঠিয়া বন্দরে অবস্থান নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে। দীর্ঘ তিন ঘণ্টা অবরোধের ফলে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে অবরোধ তুলে নেয়।

    বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেয় গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহিন হাওলাদার, সাধারণ সম্পাদক মো. লাভলু চাপরাশি, ইউপি সদস্য মো. সাইম মোল্লা, মো. হুমায়ুন কবির, মো. হানিফ, মো. রেজাউল হোসেন, মো. সহিদ প্রমুখ।

    বক্তারা আওয়ামী লীগের দোসর আওরঙ্গজেব কালুর দুর্নীতি ও অনিয়মের চিত্র তুলে ধরে অপসারণ দাবি করেন। অবিলম্বে তাকে অপসারণ করা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করার ঘোষণা দেন বক্তারা।

    খবর পেয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা ও উজিরপুর মডেল থানার ওসি মো. আব্দুস সালাম ঘটনাস্থলে যান। তারা আন্দোলনকারীদের সাথে কথা বলে দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ