উজিরপুরে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ


বরিশালের উজিরপুর উপজেলায় পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারী ইনস্টিটিউশনস স্কিম, এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ২০২২/২৩ সালের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. হারুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।
বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা মো. রিয়াদ আরাফাত।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম জাহিদ হোসেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের হিসাব রক্ষক মো. আরিফুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উজিরপুর শেরে বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী মারজান মেঘা, মালিকান্দা মাহমুদিয়া আলিম মাদ্রাসার শ্রেষ্ঠ শিক্ষার্থী মো. ইমরানুল হক, ধামুরা ডিগ্রী কলেজের শ্রেষ্ঠ শিক্ষার্থী মো. ইমতিয়াজ হক, সরকারী শেরে বাংলা ডিগ্রি কলেজের শ্রেষ্ঠ শিক্ষার্থী রাজিয়া সুলতানা।
অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন কালকিনি উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. আবুল কালাম, শেরে বাংলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, সরকারী শেরে বাংলা কলেজের ভাইস প্রিন্সিপাল মো. আনিচুর রহমান।
উপস্থিত ছিলেন উজিরপুর আলিম মাদ্রসার অধ্যক্ষ মাওলানা মো. নুরুল হক আজহারী, বি এন খান ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন শিক্ষার্থীদের আরও কঠোর পরিশ্রম করতে হবে, শিক্ষা খাতকে আরও এগিয়ে নিতে হবে।
পরে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এইচকেআর
