ঢাকা রবিবার, ১৯ অক্টোবর ২০২৫

Motobad news

'নির্বাচন কমিশনকে অবশ্যই পদত্যাগ করতে হবে'

'নির্বাচন কমিশনকে অবশ্যই পদত্যাগ করতে হবে'
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী/ছবি: সংগৃহীত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

নির্বাচন কমিশনের (ইসি) প্রতি ক্ষোভ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এই কমিশন প্রশ্নবিদ্ধ। এই কমিশনকে অবশ্যই পদত্যাগ করতে হবে।

রোববার (১৯ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির প্রতিনিধি দল। ইসিকে দেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে অবগত করেন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসিরুদ্দীন পাটওয়ারী।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এই কমিশনের অধীনে আমরা কীভাবে ভোটে যাব? ওনারা যে বিষয়গুলো সমাধান করতে পারছে না সেগুলোর যদি সুরাহা না করা হয়। বিষয়গুলো হলো যেভাবে ডেমোক্রেটিক স্টেটে (গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা) যেতে পারবো আমরা সেই বিষয়গুলো তাদের কাছে এড্রেস করেছি। যদি ওনারা না করেন তাহলে তো ওনাদের অবশ্যই পদত্যাগ করতে হবে।

এনসিপির এই মুখ্য সমন্বয়ক আরও বলেন, কোনো ব্যক্তি ইচ্ছে মতো নির্বাচন কমিশন চলাবে এটা আর বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। আমরা তাদের (ইসি) সতর্ক করে দিয়েছি। যদি তারা বিভিন্ন সমস্যার সুরাহা না করে তাহলে নির্বাচন কমিশনের সবাইকে পদত্যাগ করাতে আমরা বাধ্য হবো।

নাসীরুদ্দীন পাটওয়ারী ক্ষোভ প্রকাশ করে বলেন, আপনারা জানেন যে, গত ইলেকশনের আগে ডিজিএফআই-এর প্রেসক্রিপশনে কয়েকটি দলও নিবন্ধন হয়েছিল। গত এক বছরে এই দলগুলোর আমরা কোনো কার্যক্রম দেখিনি। সে বিষয়ে তাদের (ইসি) আমরা উদ্যোগ নেওয়ার জন্য বলেছি। ইসিকে দুর্নীতিমুক্ত একটি প্রতিষ্ঠান হতে হবে। ইলেকশন কমিশনার যারা, তারা কোনো দলের দাস হতে পারবেন না। নির্বাচন কমিশনের বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন থাকতে হবে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন