আমতলীতে যৌথবাহিনীর চেকপোস্ট, ৪৪ হাজার টাকা জরিমানা

বরগুনার আমতলীর ফায়ার সার্ভিস এলাকার মহাসড়কে মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নৌবাহিনী ও পুলিশ (যৌথবাহিনী) চেক পোস্ট বসিয়ে অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেন।
বাংলাদেশ নৌবাহিনীর লে. নকিব নসরুল্লাহ’র নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট একটি সেকশন আমতলী থানা পুলিশের সাত সদস্যসহ একটি যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করা হয়।
চেকপোস্ট চলাকালীন বাস, ট্রাক, প্রাইভেট কার, সিএনজি, মাহিন্দ্র, মাইক্রো ও মোটরসাইকেলের হেলমেট, কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়।
এসময় ১১৪ মোটরসাইকেল, ১১ বাস, ১৭ প্রাইভেট কার, ৮ট্রাক, ৯ মাইক্রো, ৭ সিএনজি ও ১ টি মাহিন্দ্রা গাড়ী তল্লাশী করা হয়।
এসময় ১১ মামলায় ৪৪,৫০০ টাকা জরিমানা করা হয় এবং বৈধ কাগজপত্র না থাকায় ২টি মোটর সাইকেল আটক করা হয়েছে।
এইচকেআর