ঢাকা বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

Motobad news
শিরোনাম
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল স্কুলে ভর্তির আবেদন শুরু কাল, জেনে নিন নতুন নিয়ম ফিরল তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা— আপিল বিভাগের রায় ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট অধ্যাদেশ: আইন উপদেষ্টা ভারত থেকে শেখ হাসিনা-কামালকে ফেরাতে হেগের আদালতে যাবে সরকার গৌরনদীতে যাত্রীসহ খাদে বাস, আহত ১৩ নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহায়তা দরকার : প্রধান উপদেষ্টা ২১০০ সালের মধ্যে তাপমাত্রা বাড়তে পারে সাড়ে ৪ ডিগ্রি সেলসিয়াস দুদকের মামলায় ইসলামি ব্যাংকের সাবেক চেয়ারম্যান কারাগারে গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চায় দলগুলো, বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি
  • আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল

     আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য: হেলাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর উপজেলার ৮নম্বর চাঁদপুরা ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী প্রস্তুতি সভা জনসমুদ্রে রূপ নেয়। 

    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মুয়াযযম হোসেন হেলাল।

    তিনি দলের অতীত সংগ্রাম ও ত্যাগের কথা স্মরণ করে বলেন, এই দেশে ন্যায় প্রতিষ্ঠার পথে আমরা বহুবার নির্যাতনের শিকার হয়েছি। অসংখ্য নেতাকর্মী গ্রেফতার হয়েছেন, বহু নেতা মানুষ শহীদ হয়েছেন, জুলাতে প্রায় ১৪০০ জনকে হত্যা করা হয়েছে এবং ৩০ হাজার মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করেছেন। ‘আয়না ঘর’ বানিয়ে ভয় দেখানো হয়েছিল, কিন্তু আমরা পিছিয়ে যাইনি। কারণ আমরা শুধু একটি নির্বাচন চাই না আমরা চাই আল্লাহর বিধান অনুযায়ী ন্যায়ভিত্তিক, শান্তিময়, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ।

    তিনি আরও বলেন, দেশে মুসলমানের পাশাপাশি হিন্দুসহ বিভিন্ন ধর্মের মানুষ আছেন তাদের নিরাপত্তা, মর্যাদা এবং সম্পদের সুরক্ষা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। ইসলাম কখনো কারও জমি দখল, জুলুম বা অনাচার সমর্থন করে না। দুর্নীতি, চাঁদাবাজি, ঘুষ এসবের কোনো স্থান আমরা রাখবো না।

    নারী অধিকার নিয়ে প্রচলিত বিভ্রান্তির প্রতিক্রিয়া জানিয়ে হেলাল বলেন, জামায়াতে ইসলামী নারীর সম্মান, কর্মক্ষেত্রে অংশগ্রহণ ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। নারীরা সমাজ গঠনের গুরুত্বপূর্ণ অংশ ইসলাম তাদের মর্যাদা দেয়, আমরাও সেই মর্যাদাকে বাস্তবে প্রতিষ্ঠা করবো।

    মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতার কথা উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচিত হই বা না হই আমি আপনাদেরই সন্তান। আপনাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমার রাজনীতির উদ্দেশ্য। আপনারা আমার শক্তি, আমার প্রেরণা।
    সভায় বক্তব্য দেন, এলাকার এক মসজিদের ইমাম, কয়েকজন তরুণ ও পেশাজীবী মানুষ। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ