মঠবাড়িয়ায় গ্রামীণ ব্যাংক শাখায় আগুন দিল দুর্বৃত্তরা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পৌর শহরে থাকা গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার গভীর রাতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ড তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় ব্যাংকটির এরিয়া ম্যানেজার আতিকুর রহমান বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।মঠবাড়িয়া থানার জিডি নম্বর-৯২৬ ।
মঠবাড়িয়া থানার থানার অফিসার্স ইনচার্জ আব্দুল আল মামুন জানান, গ্রামীণ ব্যাংকের স্থানীয় শাখায় দুর্বৃত্তদের দেয়া আগুন দেয়ার ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এইচকেআর