ঢাকা শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

Motobad news

শহীদ ওসমান হাদির নামে ভোলায় ওয়াটার অ্যাম্বুল্যান্সের নামকরণ

শহীদ ওসমান হাদির নামে ভোলায় ওয়াটার অ্যাম্বুল্যান্সের নামকরণ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার দ্বীপ উপজেলা মনপুরায় রোগী পরিবহনের জন্য ওয়াটার অ্যাম্বুল্যান্স হস্তান্তর করেছেন নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এই অ্যাম্বুল্যান্সের নাম রাখা হয়েছে ‘শহীদ ওসমান হাদি ওয়াটার অ্যাম্বুল্যান্স’।

আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রামনেওয়াজ লঞ্চঘাটে উপজেলার প্রশাসনের হাতে চাবি তুলে দেন উপদেষ্টা। 

ইনকিলাব মঞ্চের মুখপত্র ও ২৪-এর গণ-অভ্যুত্থানের যোদ্ধা ওসমান হাদিকে স্মরণীয় করে রাখতে এটির নাম দেওয়া হয়েছে ‘শহীদ ওসমান হাদি ওয়াটার অ্যাম্বুল্যান্স’।

দ্রুতগামী এ নৌ অ্যাম্বুল্যান্স পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। এ সময় উপদেষ্টা মনপুরার বিভিন্ন সমস্যা নিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

উপস্থিত ছিলেন ভোলা স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. মিজানুর রহমান, মনপুরা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. এমাদুল হোসেন, বিআইডব্লিউটিএর বরিশাল অঞ্চলের যুগ্ম পরিচালক, অতিরিক্ত পুলিশ সুপারসহ (তজুমদ্দিন ও লালমোহন সার্কেল)সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন