মঠবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় যুবদলের ২ নেতা নিহত

পিরোজপুরের মঠবাড়িয়া মোটরসাইকেল দুর্ঘটনায় জাহাঙ্গীর কবির বাদল ও মিজানুর রহমান খান নামে দুই যুবদল নেতা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আনুমানিক বিকাল ৪টার দিকে বরিশাল থেকে মঠবাড়য়া আসার পথে ঝালকাঠি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনায় ঘটে।
নিহতরা হলেন- মঠবাড়িয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর কবির বাদল ও মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্য মিজানুর রহমান খান।
স্থানীয়রা জানান তারা দুইজন মোটরসাইকেল যোগে বরিশাল থেকে মঠবাড়িয়া যাচ্ছিলেন এ সময় ঝালকাঠি আঞ্চলিক সড়কে ধানসিঁড়ি বাসের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় ঘটনাস্থানে মিজানুর রহমান খান মারা যায়। স্থানীয়রা গুরুতর আহত জাহাঙ্গীর কবির বাদলকে উদ্ধার করে বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করে। নিহত দুজনই মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা।
মঠবাড়িয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম মিয়া মৃধা জানান তারা দুজনে মঠবাড়িয়া উপজেলা যুবদলের সদস্য তাদের মৃত্যুতে আমাদের বিএনপি পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
মঠবাড়িয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান খলিফা বলেন তারা দুজন বরিশাল থেকে মঠবাড়িয়া মোটর সাইকেল করে আসার পথে ঝালকাঠি আঞ্চলিক সড়কে ধানসিঁড়ি বাসের ধাক্কায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
এইচকেআর