বরিশাল বিভাগীয় ইজতেমায় লাখো মানুষের জুমার নামাজ আদায়

বরিশালে তিন দিনব্যাপি জেলা ইজতেমা শুরু হয়েছে। দ্বিতীয় দিন শুক্রবার ইজতেমা মাঠে জামাতে জুমা নামাজ আদায় করেন লাখো মুসল্লি। নামাজ আদায় শেষে দোয়া-মোনাজাতে দেশ ও মুসলিম উম্মার জন্য দোয়া কামনা করা হয়।
এর আগে বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকার ১৪ একর জমিতে ইজতেমার আয়োজন করা হয়। গত ১৮ ডিসেম্বর ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ইজতেমার শুরু হয়।
ইজতেমা মাঠে এক সঙ্গে আড়াই লাখ লোকের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। ইজতেমার দ্বিতীয় দিন শুক্রবার জুমা নামাজে জায়গা পেতে অনেকে সকাল ১০টা থেকে ইজতেমা ময়দানে জমায়েত হতে শুরু করেন। জুমার নামাজের আগেই ইজতেমা মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
এইচকেআর