ঢাকা রবিবার, ০৪ জানুয়ারী ২০২৬

Motobad news

বরিশালে জাপার দুইজনসহ ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল, ১০ জনের স্থগিত

বরিশালে জাপার দুইজনসহ ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল, ১০ জনের স্থগিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শেষ হয়েছে। দুই দিনের এই বাছাই শেষে ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং ১০ জনের স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।


রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, ২ ও ৩ জানুয়ারি বরিশালের সংসদীয় ছয়টি আসনে জমা পড়া মোট ৪৮টি মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে বাছাই শেষে ৩২টি মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বাছাইয়ের শেষ দিনে বরিশাল সংসদীয় ১, ২ ও ৩ আসনের মোট ২৫ জন প্রার্থীর মনোনয়ন পরীক্ষা করা হয়। এ সময় অঙ্গীকারনামায় দলীয় প্রধানের স্বাক্ষর না থাকা, ভোটার তালিকায় অসঙ্গতি এবং দলীয় মনোনয়ন না থাকার অভিযোগে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে জাতীয় পার্টির দুইজন ও একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। একই আসনে আরও দুটি মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।


তবে বরিশাল-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জয়নুল আবেদীন এবং এবি পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনে দলীয় মনোনয়ন না থাকায় জাসদ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

এর আগে, শুক্রবার (২ জানুয়ারি) বাছাইয়ের প্রথম দিনে দুইজনের মনোনয়ন বাতিল ও দুইজনের মনোনয়ন স্থগিত করা হয়েছিল।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন জানান, যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী আপিল করতে পারবেন। আর যাদের মনোনয়ন স্থগিত রয়েছে, সেগুলো যাচাই-বাছাই শেষে রোববার চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, বরিশালের ছয়টি সংসদীয় আসনে মোট ৬২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হলেও এর মধ্যে ৪৮ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। যাচাই শেষে বর্তমানে ৩২টি মনোনয়ন বৈধ রয়েছে।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন