পাকিস্তানে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৬


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
পাকিস্তানে একটি কেমিক্যাল ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার করাচি শহরের পশ্চিমে এ দুর্ঘটনা ঘটে। খবর আল-জাজিরার।
গণমাধ্যমটি এক প্রতিবেদনে জানিয়েছে, আগুন লাগার সময় কারখানার অধিকাংশ জানালাই বন্ধ ছিল। কিছু শ্রমিক সেখানেই আটকা পড়ে মারা যান।
এছাড়া কারখানাটিতে প্রবেশের একটিমাত্র পথ রয়েছে এবং সেটি দিয়েই সবাই বেরও হন। আগুন লাগার সময় ছাদে উঠার দরজাও বন্ধ ছিল। ফলে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
এইচেকআর

গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন