ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

কাবুল বিস্ফোরণে নিহত বেড়ে ১৭০

কাবুল বিস্ফোরণে নিহত বেড়ে ১৭০
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭০ জনে দাঁড়িয়েছে।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে তালেবানের এক কর্মকর্তার বরাতে নিহতের সংখ্যাটি নিশ্চিত করা হয়েছে। যদিও প্রতিবেদনে ওই কর্মকর্তার নাম উল্লেখ করেনি বিবিসি।

আল জাজিরার প্রতিবেদনে নিহতের সংখ্যা আরও বেশি বলে দাবি করা হয়েছে। তবে তারাও তালেবানের কোনো কর্মকর্তার নাম প্রকাশ করেনি।


পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় ১৩ আমেরিকান সেনা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৮ জন। তাদের চিকিৎসার জন্য জার্মানিতে নেয়া হয়েছে।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে দুটি বোমা হামলার ঘটনা ঘটে।

একটি হামলা হয় বিমানবন্দরের অ্যাবে গেটের কাছে। আরেকটি তার পাশে একটি হোটেলে।

হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট গোষ্ঠী আইএসআইএসের একটি শাখা আইএসআইএস-কে। এর মধ্যে একটি আত্মঘাতী হামলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হামলাকারীদের খুঁজে বের করে প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছেন।


হামলার পর শুক্রবার পুরোদমে উদ্ধার কাজ শুরু করতে পেরেছে বলে জানায় যুক্তরাষ্ট্র। এ দিন কাবুল বিমানবন্দর থেকে ৩ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে বিভিন্ন দেশ।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউস জানায়, দুই সপ্তাহে কাবুল বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট সেনারা শুক্রবার পর্যন্ত ১ লাখ ১১ হাজার মানুষকে সরিয়ে নিয়েছে।

তালেবানের সঙ্গে চুক্তির সময়সীমা হিসেবে ৩১ আগস্টেই উদ্ধারকাজ শেষ করবে যুক্তরাষ্ট্র। এরপর কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ তালেবানের কাছে ছেড়ে দেবে দেশটি।

যুক্তরাষ্ট্র কাবুলে আরও হামলার আশঙ্কা প্রকাশ করেছে। এ জন্য তাদের নাগরিক ও আফগান নাগরিকদের সতর্ক করে দিয়েছে।

বিমানবন্দরের আশপাশের এলাকায় নিরাপত্তা আগের চেয়ে বাড়ানো হয়েছে বলেও জানায় যুক্তরাষ্ট্র।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন