কাঠালিয়ায় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময়

বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ম দূর করি, এ প্রতিপাদ্য নিয়ে কাঠালিয়ায় সাংবাদিকদের সঙ্গে উপজেলা মৎস্য বিভাগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় মৎস্য অফিসের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সিকদার মো. কাজল, সাধারণ সম্পাদক মো. মাসউদুল আলম, মাওলানা খাইরুল আমিন ছগির, মাছুম বিল্লাহ জুয়েল, এইচ এম নাসির উদ্দিন আকাশ, সাকিবুজ্জামান সবুর ও মো. বাদল হাওলাদার প্রমুখ ।
সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, আগামীকাল রবিবার থেকে মৎস্য সপ্তাহ শুরু হবে। এ উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সপ্তাহব্যাপী কর্মসূচিকে সফল করার আহ্বান জানান উপজেলা মৎস্য অফিস।
এইচেকআর
