ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

এক বা দুই সপ্তাহের মধ্যেই নতুন মন্ত্রিসভা : তালেবান

এক বা দুই সপ্তাহের মধ্যেই নতুন মন্ত্রিসভা : তালেবান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আগামী এক অথবা দুই সপ্তাহের মধ্যেই নতুন মন্ত্রিসভা গঠন করা হতে পারে বলে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। বার্তা সংস্থা রয়টার্সকে এ কথা জানান তিনি। 

মন্ত্রিসভায় কোনো নারী থাকবেন কি না, এমন প্রশ্নের উত্তরে জাবিউল্লাহ বলেন, তালেবানের নেতৃত্ব পর্যায় থেকে নারীদের থাকার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তালেবান নেতারা এ ব্যাপারে কী সিদ্ধান্ত নেবেন, তা তিনি জানেন না।

নতুন সরকার গঠিত হলে দেশটির অর্থনৈতিক সংকট সহজে মোকাবিলা করা যাবে উল্লেখ করে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘আন্তর্জাতিক মুদ্রাবাজারে আফগানি মুদ্রামান কমে যাওয়া সাময়িক। হঠাৎ পরিস্থিতি বদলে যাওয়ার কারণে এমনটা ঘটেছে। আফগানিস্তানে নতুন তালেবান সরকার দায়িত্বপালন শুরু করলে পরিস্থিতি স্বাভাবিক হবে।’


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন