ঢাকা মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫

Motobad news

উজিরপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত  

উজিরপুরে মৎস্য সপ্তাহ উপলক্ষে পোনা মাছ অবমুক্ত  
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের উজিরপুরে মৎস্য সপ্তাহ কর্মসূচির অংশ হিসেবে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদের দিঘীতে পোনা মাছ অবমুক্ত করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রনতি বিশ্বাস,উপজেলা মৎস্য অফিসার শিমুল রানী পাল,সহকারী মৎস্য অফিসার মো. জসিম উদ্দিন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ সব্যসাচীসহ অনেকে। বিভিন্ন প্রজাতির ৫২ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। 

প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান জানান বর্তমান সরকার শেখ হাসিনার নির্দেশ মাছে ভাতে বাঙ্গালী সেটা বাস্তবায়িত ও মানুষের মাছের চাহিদা মেটাতে কোন সরকারি দিঘী,নদী,খাঁল কোন কিছুই মাছবিহীন থাকবেনা। প্রতিটি স্থানেই সরকারের নির্দেশ মোতাবেক মাছ অবমুক্ত করা হবে। উজিরপুর উপজেলায় পোনা মাছ অবমূক্ত করা হবে। তাহলেই আর উপজেলায় মাছের চাহিদার ঘাটতি থাকবেনা এবং মাছে ভাতে বাঙ্গালী সে ধারাবাহিকতা বজায় থাকবে।

 এছাড়াও তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও সমাজ থেকে বেকারত্বের অভিশাপ দূর করতে সরকারী ভাে প্রশিক্ষন নিয়ে মাছ চাষ করে সহজেই স্বাবলম্বী হওয়ার পরামর্শ দেন। 
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন