ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

ইয়েমেনে হুতিদের হামলায় ৩০ সেনা নিহত

ইয়েমেনে হুতিদের হামলায় ৩০ সেনা নিহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ইয়েমেনে সৌদি আরব নেতৃত্বাধীন জোটের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এ হামলায় অন্তত ৩০ সেনা সদস্য নিহত এবং ৬০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

রোববার (২৯ আগস্ট) ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আল নাকিব জানিয়েছেন এ তথ্য।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, আল আনাদ নামে একটি সামরিক ঘাঁটিতে বিদ্রোহীরা ড্রোন ও মিসাইল হামলা চালায়। বিদ্রোহীরা প্রশিক্ষণ ক্যাম্পকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। হামলায় নিহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা রয়েছে।

এদিকে এখন পর্যন্ত বিদ্রোহীদের পক্ষ থেকে এ হামলা সম্পর্কে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র : আল জাজিরা।


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন