ইয়েমেনে হুতিদের হামলায় ৩০ সেনা নিহত


গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন
ইয়েমেনে সৌদি আরব নেতৃত্বাধীন জোটের একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এ হামলায় অন্তত ৩০ সেনা সদস্য নিহত এবং ৬০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
রোববার (২৯ আগস্ট) ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আল নাকিব জানিয়েছেন এ তথ্য।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, আল আনাদ নামে একটি সামরিক ঘাঁটিতে বিদ্রোহীরা ড্রোন ও মিসাইল হামলা চালায়। বিদ্রোহীরা প্রশিক্ষণ ক্যাম্পকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে বলে জানা গেছে। হামলায় নিহতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা রয়েছে।
এদিকে এখন পর্যন্ত বিদ্রোহীদের পক্ষ থেকে এ হামলা সম্পর্কে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র : আল জাজিরা।
এইচেকআর

গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন