ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

নতুন মন্ত্রিসভা গঠন করবেন তালেবানের সর্বোচ্চ নেতা হাবিতুল্লাহ 

নতুন মন্ত্রিসভা গঠন করবেন তালেবানের সর্বোচ্চ নেতা হাবিতুল্লাহ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারে পৌঁছেছেন তালেবানের সর্বোচ্চ নেতা হাবিতুল্লাহ আখুনদজাদা। নতুন মন্ত্রিসভা গঠন করতে তিনি উদ্যোগ নিচ্ছেন বলে জানা গেছে।

তালেবানের উপমুখপাত্র বিলাল করিমি বলেছেন, হাবিতুল্লাহ আখুনদজাদা কান্দাহারে পৌঁছেছেন। তিনি শিগগিরই জনসমক্ষে আসবেন। খবর এএফপির।

তালেবানের সর্বোচ্চ এই নেতাকে আগে কখনও জনসমক্ষে দেখা যায়নি। তিনি কোথায় ছিলেন বা কোথা থেকে কান্দাহারে পৌঁছেছেন সে বিষয়ে বিস্তারিত জানাননি তালেবানের উপমুখপাত্র।

এর আগে শনিবার তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, আগামী এক অথবা দুই সপ্তাহের মধ্যে আফগানিস্তানে নতুন মন্ত্রিসভা গঠন করা হতে পারে।

মন্ত্রিসভা গঠন নিয়ে ঘোষণার পর দিনই তালেবানের সর্বোচ্চ নেতা হাবিতুল্লাহ আখুনদজাদার কান্দাহারে পৌঁছানোর খবর এলো।

এদিকে আফগানিস্তানে সরকার গঠনে তালেবানের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন তালেবানবিরোধী নেতারা।

ভবিষ্যৎ সরকার নিয়ে সমঝোতায় আসতে তালেবান নেতাদের সঙ্গে সরাসরি বৈঠকে বসারও পরিকল্পনা করছেন তারা। আঞ্চলিক নেতাদের দলের এক সদস্য এ তথ্য জানিয়েছেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন