ঢাকা সোমবার, ২৫ অগাস্ট ২০২৫

Motobad news

৩০৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

 ৩০৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরে ৩০৯ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৮’র সদস্যরা । মঙ্গলবার (৩১ আগস্ট )   সন্ধ্যায়  নাজিরপুর থানাধীন পশ্চিম ছোট বুইচাকাঠী কুদিরবাড়ি কালভার্ট ব্রীজের উপর তেকে তাকে আটক করা হয় । আটককৃত হলো নাজিরপুর থানাধীন পশ্চিম ছোট বুইচাকাঠী গ্রামের মৃত জাহাঙ্গীর চৌধুরী ছেলে মো. নয়ন চৌধুরী (২৩)।

বুধবার দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর সদর দপ্তর থেকে প্রেরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে । বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়  গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে নাজিরপুর থানাধীন পশ্চিম ছোট বুইচাকাঠী কুদিরবাড়ি কালভার্ট ব্রীজের উপর অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী নয়ন চৌধুরীকে আটক করা হয় । 

এসময়   তার কাছ থেকে ৩০৯ পিস ইয়াবা উদ্ধার করা হয় । এ ঘটনায় এ ঘটনায় র‌্যাবের ডিএডি মো. নুর ইসলাম বাদী হয়ে নয়ন চৌধুরীর বিরুদ্ধে ওই দিনই নাজিরপুর থানায় একটি মামলা দায়ের করেন।

নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. আশ্রাফুজ্জামান জানান, আটককৃতকে থানায় সোপর্দ করা হয়েছে ও ৩ জনের নামে মাদক আইনে মামলা দায়ের হয়েছে।


 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন