ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

এবার সোনায় মোড়া পাউভাজি আনল দুবাই

এবার সোনায় মোড়া পাউভাজি আনল দুবাই
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সোনায় মোড়া বার্গার, সোনায় মোড়া ফ্রেন্স ফাই কিংবা সোনায় মোড়া বিরিয়ানির কথা তো অনেক হলো। এবার জনপ্রিয় স্ট্রিটফুড পাউভাজিকেই সোনায় মুড়িয়ে ক্রেতাদের পাতে তুলে দিচ্ছে দুবাইয়ের এই রেস্টুরেন্ট।

দুবাইয়ের ও’পাও রেস্টুরেন্টে মিলবে ২২ ক্যারেট সোনায় মোড়া এই পাউভাজি। ভারতের রাস্তায় হরহামেশা বিক্রি হওয়া সেই চিরচেনা পাউভাজিকেই একটু ভিন্ন রূপ দিয়েছে দুবাইয়ের এই রেস্টুরেন্ট। পাউরুটির মধ্যে দেওয়া হচ্ছে উন্নতমানের মাখন আর পনিরের পুর। এরপর তা ভাজা হচ্ছে ডুবো তেলে। এরপর সেই পাউভাজি মুড়ে দেওয়া হচ্ছে একেবারে ২২ ক্যারেট সোনার পাতে। মিষ্টি আলু ফ্রাই আর লেমোনেডের সঙ্গে সুদৃশ্য বাক্সে ভরে পরিবেশন করা হচ্ছে এই পাউভাজি।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই পাউভাজিতে যে মাখন ব্যবহার করা হয়, সেটা ফ্রান্স থেকে আনা। পাউরুটির উপর ছড়ানো হয় হোমমেড মেয়োনিজ। এমনকি পাউভাজির সাথে পরিবেশিত মিষ্টি আলুও ভাজা হয় উন্নতমানের সব উপাদান দিয়ে। আর যে ২২ ক্যারেট সোনা দিয়ে পাউভাজি মোড়ানো হয় সেটা আমদানি করা হয় ফ্রান্স থেকে।

সোনায় মোড়া এই পাউভাজির জন্য গুনতে হবে বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩০০ টাকা।
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন