ঢাকা রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

নিজ দেশের যে আইনের নিন্দা জানালেন বাইডেন

নিজ দেশের যে আইনের নিন্দা জানালেন বাইডেন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আমেরিকার টেক্সাসে গর্ভপাতবিরোধী নতুন আইনের নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আইনটি স্বাস্থ্যসেবা নিতে নারীদের উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত করবে বলেও মন্তব্য করেন তিনি। খবর বিবিসির।

তবে নারীদের সাংবিধানিক অধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

দেশটির নতুন আইনে উল্লেখ করা হয়েছে, ৬ সপ্তাহের বেশি বয়সীদের ভ্রুণের গর্ভপাত করালে চিকিৎসকের নামে মামলা করতে পারবে যেকেউ।
এদিকে দেশটির সুপ্রিম কোর্ট টেক্সাসের নতুন আইনকে বাধা দিতে অস্বীকার করেছেন। চিকিৎসক ও নারী অধিকার গোষ্ঠীগুলো এই আইনের তীব্র সমালোচনা করছে।


এসএম
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন