ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

কাবুলে উদযাপন উপলক্ষে ফাঁকা গুলি, নিহত ১৭

কাবুলে উদযাপন উপলক্ষে ফাঁকা গুলি, নিহত ১৭
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

কাবুলে উদযাপন উপলক্ষে ছোড়া গুলিতে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। আজ শনিবার এ তথ্য জানিয়েছে স্থানীয় বার্তা সংস্থা শামশাদ ও টোলো নিউজ। খবর প্রকাশ করেছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বার্তা সংস্থা শামশাদ জানিয়েছে, গতকাল শুক্রবার কাবুলে বাতাসে ছোড়া গুলিতে অন্তত ১৭ জন নিহত ও আহত হয়েছেন ৪১ জন। টোলো নিউজ এজেন্সিও একই সংখ্যা প্রকাশ করেছে।


এর বাইরে নাঙ্গারহার প্রদেশে উদযাপন উপলক্ষে ছোড়া গুলিতে অন্তত ১৪ জন আহত হয়েছেন। তথ্যটি জানিয়েছেন প্রাদেশিক রাজধানী জালালাবাদের এরিয়া হাসপাতালের মুখপাত্র গুলজাদা সাংগার।

এদিকে, উদযাপনের জন্য গুলি ছোড়ার সমালোচনা করেছেন তালেবানের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। এক টুইট বার্তায় তিনি বলেন, ‘বাতাসে গুলি ছোড়া বন্ধ করুন এবং আল্লাহকে ধন্যবাদ জানান। গুলি বেসামরিক লোকদের ক্ষতি করতে পারে। সুতরাং, অপ্রয়োজনীয় গুলি ছুড়বেন না।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন