ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

যুদ্ধ চালিয়ে যাওয়ার আর কোনও মানে নেই: তালেবান

যুদ্ধ চালিয়ে যাওয়ার আর কোনও মানে নেই: তালেবান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

যুদ্ধ চালিয়ে যাওয়ার আর কোনও মানে নেই। সোমবার আফগানিস্তানের রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে এমনটাই দাবি করেছেন তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেন, আমাদের দেশের স্থিতিশীলতার দিকে অগ্রসর হওয়া উচিত। দেশের কোথাও কারও বিশৃঙ্খলা সৃষ্টি করার অনুমতি নেই। খবর আল জাজিরা, বিবিসির।

মুজাহিদ বলেন, আমরা পাঞ্জশির ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান করতে চেয়েছিলাম। আমরা খুব চেষ্টা করেছি। কিন্তু কিছু মানুষ যারা কাবুল থেকে অস্ত্র এবং গাড়িবোঝাই টাকাপয়সা নিয়ে পালিয়েছে, তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিল। তারা আমাদের প্রতিনিধিদের প্রতি নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছে। পাঞ্জশির এখন নিরাপত্তা বাহিনীর হাতে।


এর আগে পাঞ্জশির উপত্যকা নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দেয় তালেবান। গত ১৫ আগস্ট কাবুলসহ পুরো দেশ দখল করে নিলেও পাঞ্জশির দখল নিতে পারেনি তালেবানরা। পাঞ্জশিরে তালেবান বিরোধী বাহিনীর নেতা আহমাদ মাসুদের সঙ্গে গ্রুপটির আলোচনা হলেও তা ফলপ্রসূ হয়নি। শেষপর্যন্ত এই উপত্যকা নিজেদের দখলে নেয়ার দাবি করলো তালেবান।

এদিকে তালেবানের পাঞ্জশির দখলে নেয়ার দাবিকে অস্বীকার করেছেন আহমাদ মাসুদ। তিনি বলেছেন, তারা এখনও সেখানে রয়েছেন এবং উভয়পক্ষের মধ্যে লড়াই চলছে। যদিও সকালের দিকে তালেবানের পোস্ট করা এক ভিডিওতে দাবি করা হয়, পাঞ্জশিরের প্রাদেশিক গভর্নরের বাইরে গ্রুপটির পতাকা ওড়ানো হয়েছে।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন