ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

এফবিআই’র মোস্ট ওয়ান্টেড হাক্কানী এখন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী

এফবিআই’র মোস্ট ওয়ান্টেড হাক্কানী এখন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

আফগানিস্তানে অন্তবর্তী সরকার ঘোষণা করেছে তালেবান। রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার চার সপ্তাহ পর নতুন সরকারের ঘোষণা এলো।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তালেবানের প্রধান জাবিউল্লাহ মুজাহিদ। 

নতুন সরকারের প্রধান করা হয়েছে, মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে। আর স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সিরাজুদ্দিন হাক্কানীর। তিনি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড ছিলেন।  এছাড়া নতুন সরকারের উপপ্রধান হিসেবে স্থান পেয়েছেন তালেবানের আলোচিত নেতা আব্দুল গনি বারাদার। 

সংবাদ সম্মেলনে জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আমরা জানি আমাদের দেশের মানুষ নতুন সরকার ঘোষণার অপেক্ষায় আছেন। 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন