ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

বরিশাল জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া   

 বরিশাল জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া   
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ব‌রিশাল জেলা ছাএদলের পূর্ণাঙ্গ ক‌মি‌টি ঘোষনা ও খা‌লেদা জিয়ার রোগ মু‌ক্তি কামনায় দোয়া মোনাজাত অনু‌ষ্ঠিত হয়েছে। জেলা ছাত্রদদলের  সভাপ‌তি  মাহফুজুল আলম মিঠু'র  নির্দেশে শনিবার বাদ মাগরীব নগরীর আলেকান্দা টেকিনক্যাল স্কুল এন্ড কলেজের জামে মসজিদে এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় । 

এসময়  দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদদলের সহ সভাপ‌তি রা‌জিব সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম নাইম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রা‌সেল আহ‌ম্মেদ সরল, ইফ‌তেখারুজ্জামান ফাহিম সহ -সাধারণ সম্পাদক কাজী তুষার, মাহফুজ আহ‌ম্মেদ, সহ সাংগঠ‌নিক সম্পদক ইমরান খান পলাশ, মে‌হে‌দি হাসান হাওলাদার,  সা‌হিত্য বিষয়ক সম্পদক মো. সাইফুল খান অপু এবং যোগাযোগ বিষয়ক সম্পাদক ইয়া‌ছিন খান রানা প্রমুখ ।  


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন