ঢাকা সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

Motobad news

এক টাকার কয়েনের দাম ১০ কোটি!

এক টাকার কয়েনের দাম ১০ কোটি!
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভারতের এক নিলামে এক টাকার কয়েনের দাম উঠেছে ১০ কোটি টাকা। কয়েনটি-এর বয়স ১৩৬ বছর। পরিধিতে এখনকার সাধারণ এক টাকার কয়েনের থেকে কিছুটা বড়ও। মুদ্রাটির বিশেষত্ব হলো, এর এক পিঠে খোদাই করা রয়েছে ইংল্যান্ডের রানি ভিক্টোরিয়ার ছবি। অন্য পিঠে ইংরেজি অক্ষরে লেখা ‘ওয়ান রুপি ইন্ডিয়া ১৮৮৫’।
 

ভারতে ব্রিটিশ শাসনকাল ১৮৮৫ সালে মুম্বাইয়ের কোনও মিন্টে কয়েনটি বানানো হয়েছিল বলে অনুমান। তার নয় বছর আগেই ভারতীয় মুদ্রায় সামান্য পরিবর্তন এসেছে। কয়েনের রানি ভিক্টোরিয়ার বদলে লেখা শুরু হয়েছে সম্রাজ্ঞী ভিক্টোরিয়া বা ‘ভিক্টোরিয়া এমপ্রেস’। নিলামে ওঠা কয়েনটি সেই সময় কালের।

পুরানো কয়েন, নোট বা বিদেশ মুদ্রা জমানোর শখ অনেকেরই আছে। ইন্টারনেটে এই সব শখ মেটানোর রসদও পাওয়া যায়। বিভিন্ন সাইটে পুরানো মুদ্রা কেনা-বেচার সুযোগ থাকে। তেমনই এক ওয়েবসাইটে নিজের সংগ্রহ থেকে ওই কয়েনের ছবিটি পোস্ট করেছিলেন এক সংগ্রাহক। কয়েনটি কেনার জন্য এরপর হুড়োহুড়ি পড়ে যায় সংগ্রাহকদের মধ্যে।
এর আগে গত জুন মাসে ১৯৩৩ সালের আমেরিকার একটি কয়েন এক কোটি ৮৯ লাখ ডলারে বিক্রি হয়েছিল। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৩৮ কোটির সমান।

আপনার সংগ্রহে কি এমন কয়েন আছে? পুরানো সংগ্রহ ঘেঁটে দেখতে পারেন। পেয়ে গেলে কোটিপতি হওয়ার সুযোগ কেউ ঠেকাতে পারবে না।
 


এইচেকআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন