আগৈলঝাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যবিধি না মেনে টিকা প্রদান, ঝুঁকিতে সাধারণ রোগী

বরিশালের আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা নিতে আসা মানুষ কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানছে না। সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক হাজার লোক আসছেন প্রথম ও দ্বিতীয় ডোজের টিকা নিতে।
সোমবার সকালে সরেজমিনে দেখা যায়, হাসপাতালটিতে টিকা নিতে আসা লোকজন কোনো প্রকার সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানছেন না। আর এর জন্য সচেতনতামূলক কোনো প্রচারণাও নেই। সবাই আগেভাগে টিকা নেওয়ার জন্য হুড়োহুড়ি করছেন। দ্বিতীয় ডোজের টিকা নিতে আসা আস্কর গ্রামের তাপস পান্ডে, দোলা পান্ডে জানান, এখানে করোনা ভাইরাসের টিকা নেওয়ার সঙ্গে সঙ্গে করোনা ভাইরাস বহন করে বাড়ি নিয়ে যাচ্ছি বলে মনে হচ্ছে।
বারপাইকা গ্রামের জিনিয়া আক্তার, আস্কর গ্রামের দিপু হালদার, পূর্ব সুজনকাঠি গ্রামের বেল্লাল সরদার ও মোমেনা খাতুন জানান, হাজার হাজার মানুষ টিকা নিতে এসেছে কিন্তু কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানছে না। সামাজিক দূরত্ব না মেনে শরীর ঘেঁষাঘেঁষি করে সিরিয়ালে দাঁড়িয়ে ও বসে আছে লোকজন। অনেকের মুখেই ছিলনা মাস্ক।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, করোনার টিকা নিতে আসা লোকজনের মধ্যে কে করোনা ভাইরাস বহন করছেন তা বলা মুশকিল। এ হাসপাতালেও করোনার ইউনিট রয়েছে। একই রাস্তা দিয়ে করোনার রোগীদের আসা যাওয়া। টিকা নিতে আসা লোকদের আসা যাওয়া এবং হাসপাতালের চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীদের আসা যাওয়া করার কারণে হাসপাতালের লোকজন এবং রোগীর স্বজনরাও করোনার ঝুঁকিতে রয়েছেন। টিকা নিতে আসা সকলকেই সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক ব্যবহার করতে বলা সত্ত্বে অনেকেই কথা শুনছেন না। যাদের মাস্ক নেই তাদেরকে কোন রকম টিকা না দেয়ার জন্যও নির্দেশ দেয়া হয়েছে।
এমবি