ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

বরিশালে ৫ দিনব্যাপী পাটজাত পণ্য তৈরি ও বিপণন প্রশিক্ষণ অনুষ্ঠিত

বরিশালে ৫ দিনব্যাপী পাটজাত পণ্য তৈরি ও বিপণন প্রশিক্ষণ অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এসএমই ফাউন্ডেশন এর সহযোগিতায় ৫ দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্য তৈরি ও বিপণন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৪ টায় নগরীর জিলা স্কুল মোড় সেলিব্রেশন পয়েন্টের হল রুমে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসএমই ফাউন্ডেশেনর ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ মফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লিলি আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক রাহুল বড়ুয়া। 

এছাড়াও সহকারী কমিশনার মোঃ মারুফ দস্তগীরসহ উইমেন চেম্বারের সদস্য ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে অতিথিরা এসএমই ফাউন্ডেশন এর বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয়। 

প্রসংগত, গত ১৭ সেপ্টেম্বর ৫ দিনব্যাপী বহুমুখী পাটজাত পণ্য তৈরি ও বিপণন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এখানে সোনালী আঁশ পাট দিয়ে বিভিন্ন উপকরণ তৈরি প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হয়।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন