ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

চেয়ারম্যান আজিজ মাস্টার আর নেই

চেয়ারম্যান আজিজ মাস্টার আর নেই
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ১০নং চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদের পাঁচ বারের নির্বাচিত চেয়ারম্যান একেএম আব্দুল আজিজ ওরফে আজিজ মাস্টার আর নেই।

মঙ্গলবার রাত ৮ টা ১০ মিনিটে ঢাকার সোস্যাল ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবরে চন্দ্রমোহন ইউনিয়নে শোকের ছায়া নেমে আসে। প্রবীণ এই নেতার মৃত্যুর খবরে তাঁর রাজনৈতিক সহকর্মী এবং বন্ধু মহল শোকে স্তব্ধ হয়ে পড়েছে।

জানা গেছে, চন্দ্রমোহন আর.এম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন একেএম আব্দুল আজিজ। রাজনৈতিক জীবনে তিনি দীর্ঘদিন সাধারণ মানুষের পাশে থেকে সেবা করেছেন। তিনি ওই ইউনিয়নের পাঁচ বারের নির্বাচিত চেয়ারম্যান।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন