চেয়ারম্যান মাস্টার আব্দুল আজিজের মৃত্যুতে জেলা আ'লীগের শোক

বরিশাল জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সদর উপজেলার ১০ নং চন্দ্রমোহন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার একেএম আব্দুল আজিজ হাওলাদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর ) রাতে এক শোক বার্তায় গভীর শোক ও দুুঃখ প্রকাশ করেছেন পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহবায়ক ( মন্ত্রী) ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো: ইউনুস।
এসময় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ।
এমবি