বরগুনায় চেতনানাশক স্প্রে ছিটিয়ে নারীর ব্যাগ ছিনতাই

বরগুনা প্রেসক্লাবের সামনে থেকে এক নারীর হ্যান্ডব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। প্রেসক্লাবের সিসিটিভি ফুটেজে তার প্রমাণ মিলেছে। প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, বরগুনা শহরের সদর রোডে বরগুনা প্রেসক্লাবের সামনে ২১ সেপ্টেম্বর বিকেল পাঁচটার পরে ৬ নং বুড়িরচর ইউনিয়নে চরকগাছিয়া এলাকার একজন দরিদ্র ভদ্রমহিলার নাকে মুখে চেতনানাশক স্প্রে দিয়ে সাথে থাকা ভ্যানিটি ব্যাগ নেয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। ভদ্রমহিলা দ্রুত ব্যাগটি প্রেসক্লাবের নীচের দোকান শাহেদ ইলেকট্রনিকের প্রোপাইটার মোঃ মিজানুর রহমানের কাছে রাখেন। প্রতারক চক্র মহিলাকে ভয় দেখায়। পরে এসে দোকান থেকে মহিলার কথা বলে ব্যাগ দুটি নিয়ে যায়।
বরগুনা প্রেসক্লাবের সিসি ক্যামেরা ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে তারা কি ভাবে পরিকল্পনা করে দোকানদারের কাছ থেকে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে।
দুটি স্বর্ণের আংটি,২টি কানের দুল, একটি মোবাইল,৭০০ টাকার ওষুধ এবং অনেকগুলো চাবি ছিল ভদ্রমহিলার ব্যাগটিতে।
এই ঘটনার পরে ভুক্তভোগী নারী বাদী হয়ে বরগুনা সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, আমরা অভিযোগ পাওয়ার পরে সিসিটিভি ফুটেজ নিয়ে দুর্বৃত্তদের সমগ্র শহর খুঁজছি। তবে এখন পর্যন্ত তাদের কোন খোঁজ পাওয়া যায়নি।
এমবি