আগৈলঝাড়ায় “তথ্য আপা” প্রকল্পের সভা অনুষ্ঠিত

পিছিয়ে পড়া গ্রামীণ নারী সমাজকে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তার সাথে সরাসরি যুক্ত করতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় মহিলা সংস্থার বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (প্রকল্প-২) এর “তথ্য আপা” প্রকল্প বাস্তবায়ন কমিটি পি.আই.সি’র সভা বরিশালের আগৈলঝাড়ায় অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও মো. আবুল হাশেমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা “তথ্য আপা” প্রকল্পের কর্মকর্তা মনজিলা আক্তার মিতু, উপজেলা সহকারী প্রোগ্রামার অফিসার আমিনুল ইসলাম, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশ গুপ্ত, গৈলা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রফিকুল ইসলাম রেজা প্রমুখ। সভায় প্রকল্পের সার্বিক অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম।
এসময় ৫টি ইউনিয়ন স্বেচ্ছাসেবিকাদের নারী উদ্যোক্তা খুঁজে বের করে আগামী সভায় তথ্য উপস্থাপনের নির্দেশনা দেন তিনি। ৫টি ইউনিয়ন স্বেচ্ছাসেবিকারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তাদের দায়িত্ব পালনে আন্তরিক ভাবে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম বলেন, আধুনিক তথ্য প্রযুক্তি থেকে পিছিয়ে পড়া নারীদের তথ্য ও যে কোন ধরনের সেবা দিতে ডিজিটাল বাংলাদেশ গড়তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে “তথ্য আপা’ তথ্য কেন্দ্রে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ, বিশেষজ্ঞের মতামত গ্রহণ, প্রাথমিক স্বাস্থ্য সেবা, সরকারী সেবা সমূহের সহজলভ্যতা নিশ্চিতকরণ, শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার, কৃষি বিষয়ক সেবা, ভিডিও কনফারেন্স, ই-লার্নিং, ই-কমার্সসহ নারীদের যে কোন সমস্যা সমাধানে রয়েছে সদা সচেষ্ট। এক কথায় সরকারের সাথে সেবা গ্রহণকারীদের সেতু বন্ধন হিসেবে কাজ করছেন এই তথ্য আপা প্রকল্পের ‘তথ্য আপা’। নারীরা এই ‘তথ্য আপা’র মাধ্যমে আধুনিক সেবা গ্রহণ করে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এমবি