ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

বিষখালী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিষখালী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ঝালকাঠির রাজাপুরের বিষখালী নদী থেকে অজ্ঞাত এক যুবকের (২৮) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার চল্লিশ কাহনিয়া এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, বিষখালী নদীতে অজ্ঞাত ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ৮-১০ দিন আগে এই যুবকের মৃত্যু হয়েছে বলে সুরতহাল রিপোর্ট শেষে জানিয়েছে পুলিশ। মৃতদেহের শরীর ও মুখমণ্ডল পচে ফুলে উঠেছে। এখনো তাঁর নাম পরিচয় জানা যায়নি। 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, অজ্ঞাত ওই ব্যক্তির দেহে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। 
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন