ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় চিকিৎসক পরিবারকে একাধিক মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ

মঠবাড়িয়ায় চিকিৎসক পরিবারকে একাধিক মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় এক পল্লী চিকিৎসক পরিবারকে একাধিক মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। পল্লী চিকিৎসক নাসির উদ্দিন ফকির (৫৫) বুধবার দুপুরে লিখিতভাবে বিষয়টি স্থানীয় সাংবাদিকদের জানান। নাসির উদ্দিন উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের মৃত মফিজ উদ্দিন ফকিরের ছেলে। 

অভিযোগ সূত্রে জানা যায়, নাসির উদ্দিন ফকির ১৯৯৬ সালে মালয়েশিয়া যাওয়ার জন্য জয়নাল ফরাজীর শ্যালক কবির সরদার এর নিকট থেকে জমি ফেরৎ দেয়ার শর্তে রেজিস্ট্রি দিয়ে ৫০ হাজার টাকা নেন। তিনি বিদেশ থেকে ফিরে ওই টাকা দিয়ে জমি ফেরৎ চাইলে কালক্ষেপণ করতে থাকেন কবির। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান সালিশ ব্যবস্থা করে তার পক্ষে লিখিত রায় প্রদান করেন। এর পরেও জমি ফেরৎ না দিলে তিনি আদালতে দেওয়ানী (৯৭/১৬)  মামলা করেন। ওই দলিলে ৩৯ শতাংশ জমি থাকলেও পুরো ৭৩ শতাংশ জমি জোর পূর্বক দখল করে নেয়া হয়।

 এঘটনায় তার মেয়ে আদালতে ধান কাটা (৪৫/২০নং) মামলা করেন। মামলাগুলো আদালতে বিচারাধীন। 

এদিকে কবির সরদারের মেয়ে শামসুন নাহার আইনজীবি হবার সুবাদে তিনি (নাসির উদ্দিন ফকির) সহ তার দুই ছেলের বিরুদ্ধে ঢাকা মট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি মিথ্যা ছিনতাই (১৫৭৬/২০) মামলা করেন। এ মামলায় তাদের ১৫ দিন জেল খাটতে হয়।

 ভুক্তভোগী নাসির উদ্দিন ফকির ক্ষোভের সাথে বলেন, আমরা গ্রামের সহজ-সরল মানুষ অথচ আমাদের নামে গায়েবী মামলা করলো! আদালতে আমার দায়ের করা মামলায় হেরে যাবে ভেবে আরো ক্ষিপ্ত হয়ে জয়নাল ফরাজী তার ভাতিজা শাহাদাৎ ফরাজী ও প্রতিবেশী সাইদুল ফকিরকে বাদী করে আমার ও আমার দুই ছেলের নামে আদালতে মিথ্যা চাঁদাবাজি (৪০০/২১) ও ভিত্তিহীন পৃথক দুটি মামলা করায়। আমাকে অর্থনৈতিকভাবে আরও ক্ষতিগ্রস্ত করার জন্য গত ১৫ সেপ্টেম্বর স্থানীয় প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আমার দোকানটিতে চুরি করে। এ ঘটনায় জয়নাল ফরাজী বাহিনীর বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় অভিযোগ করা হয়েছে। জয়নাল ফরাজী উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের মৃত করিম ফরাজী ছেলে। তিনি (নাসির উদ্দিন ফকির) মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে রেহাই পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

তবে জয়নাল ফরাজী তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন