ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

হত্যাচেষ্টা মামলায় শিক্ষক জেল হাজতে, জানেন না মাদ্রাসা সুপার 

হত্যাচেষ্টা মামলায় শিক্ষক জেল হাজতে, জানেন না মাদ্রাসা সুপার 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ১নম্বর ভিটাবাড়িয়া ইউনিয়নের দারুল মুহাম্মদ আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা প্রচেষ্টা মামলা প্রধান আসামী হয়ে গত ১৫ দিন ধরে জেল হাজতে রয়েছেন। অথচ সংশ্লিষ্ট মাদ্রাসা সুপার মো. হারুন অর রশিদ জানেন না তিনি কোথায় আছেন। গত সোমবার বেলা ১১টায় মাদ্রাসা চলাকালিন সরেজমিনে মাদ্রাসায় গেলে শারীরিক ভাবে অসুস্থ উক্ত মাদ্রাসা সুপার জানান, সহকারী মৌলভী মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদার ছুটিতে ঢাকায় আছেন। জাহাঙ্গীর হোসেন মাদ্রাসা সুপারকে ফোন করে দশ দিনের ছুটি নিয়ে ঢাকায় গেছেন। ছুটির কোন দরখাস্ত আছে কিনা জানতে চাইলে তিনি সুপার জানান, আমাদের প্রতিষ্ঠানে ছুটি নিতে কোন দরখাস্ত লাগেনা। তিনি এটাও জানেন না চাকুরী বিধি অনুযায়ী কোন শিক্ষক-কর্মচারী এজাহারভুক্ত আসামী হয়ে গ্রেপ্তার হয়ে জেল হাজতে গেলে তাকে সাময়িক বরখাস্ত করতে হয়। কিন্তু তিনি উল্টো আরও এ শিক্ষকের পক্ষে সাফাই গাইলেন সুপার।
 
উল্লেখ্য, (মামলার এজাহার সূত্রে জানা গেছে) গত ৭ সেপ্টেম্বর উক্ত মাদ্রাসার শিক্ষক মো. জাহাঙ্গীর হাওলাদার তার ভাই আব্দুল আজিজ হাওলাদার, সহযোগী ইব্রাহিম হাওলাদার ও মিজান হাওলাদার ১২/১৪ জন লোক নিয়ে ভাণ্ডারিয়া উপজেলার মেদিরাবাদ এলাকার খন্দকার মেহেদি হাসান মাসুদ এর ভোগ দখলীয় ফসলী জমি জবর দখল করে নেন। এসময় মেহেদি হাসান মাসুদ ও তার ছেলে তামিম এতে বাধা দিলে শিক্ষক জাহাঙ্গীর হাওলাদার মেহেদি হাসান মাসুদকে ছুরিকাঘাত করেন এবং জাহাঙ্গীর এর সহযোগী ইব্রাহিম, মাসুদ এর ছেলে এস,এসসি পরীক্ষার্থী তামিম কে ছুরিকাঘাত করেন। তামিমের ডাক চিৎকারে তার মা রেহেনা মাসুদ  ছুটে এলে জাহাঙ্গীর হাওলাদার এর অপর সহযোগী মো মিজান, রেহেনা মাসুদকে  পিটিয়ে গুরুতর জখম করে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় মেহেদি হাসান মাসুদ বাদী হয়ে ৪ জনকে চিহ্নিত ও ১২/১৪ জন অজ্ঞাত আসামী করে ৩২৬,৩০৭,১৪৩,৪৪৭ ধারায়  মামলা দায়ের করলে পুলিশ দারুল মুহাম্মদ আদর্শ বালিকা দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী মো. জাহাঙ্গীর হোসেন হাওলাদারকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করে। বর্তমানে তিনি পিরোজপুর জেল হাজতে রয়েছেন।


 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন