ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

ভাণ্ডারিয়ায় অস্ত্র মামলার পলাতক আসামীর ১৭ বছর কারাদণ্ড

ভাণ্ডারিয়ায় অস্ত্র মামলার পলাতক আসামীর ১৭ বছর কারাদণ্ড
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের ভাণ্ডারিয়ার একটি অস্ত্র মামলায় মো: মন্টু কবিরাজ (৩৮) নামের এক পলাতক আসামীকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন পিরোজপুরের একটি আদালত।
 
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস,এম, নূরুল ইসলাম এ রায় প্রদান করেন বলে সরকারি কৌঁসলী অ্যাড. খান মো. আলাউদ্দিন নিশ্চিত করেছেন।
 
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৬ জুন ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার একটি ডাকাতি মামলায় মো: মন্টু কবিরাজকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যে  ভাণ্ডারিয়া উপজেলার নিজ ভাণ্ডারিয়া এলাকার মন্টুর বসত ঘরের সামনে লাকড়ির ঘর থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেন ভান্ডারিয়া থানার তৎকালীন এস আই মো: আ: হক। পরে পিরোজপুর আদালতে মামলা হলে আজ বুধবার বিচারক তাকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

আসামী মন্টু কবিরাজ পলাতক রয়েছেন।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন