ভাণ্ডারিয়ায় অস্ত্র মামলার পলাতক আসামীর ১৭ বছর কারাদণ্ড

পিরোজপুরের ভাণ্ডারিয়ার একটি অস্ত্র মামলায় মো: মন্টু কবিরাজ (৩৮) নামের এক পলাতক আসামীকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন পিরোজপুরের একটি আদালত।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস,এম, নূরুল ইসলাম এ রায় প্রদান করেন বলে সরকারি কৌঁসলী অ্যাড. খান মো. আলাউদ্দিন নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৬ জুন ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার একটি ডাকাতি মামলায় মো: মন্টু কবিরাজকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যে ভাণ্ডারিয়া উপজেলার নিজ ভাণ্ডারিয়া এলাকার মন্টুর বসত ঘরের সামনে লাকড়ির ঘর থেকে একটি দেশীয় তৈরী পাইপগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করেন ভান্ডারিয়া থানার তৎকালীন এস আই মো: আ: হক। পরে পিরোজপুর আদালতে মামলা হলে আজ বুধবার বিচারক তাকে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আসামী মন্টু কবিরাজ পলাতক রয়েছেন।
এমবি