ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

মঠবাড়িয়ায় ৫১ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার

মঠবাড়িয়ায় ৫১ পিস ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় ৫১ পিস ইয়াবাসহ স্বপন জমাদ্দার (৩৫) নামে এক ব্যবসয়ীকে বুধবার গভীর রাতে গ্রেপ্তার করছে মঠবাড়িয়া থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে থেকে স্বপনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত স্বপন উপজেলার ভেচকী গ্রামের বাদশা জমাদ্দারের পুত্র।


থানা সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে ভেচকী গ্রামে ইয়াবা বেচা-কেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই গ্রামের কামাল হোসেন এর বাড়ি সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালায়। এসময় স্বপন জমাদ্দার ৫১ পিস ইয়াবাসহ আটক করা হয়।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, স্বপন পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল। পুলিশ বাদি হয়ে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। স্বপনকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। 


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন