ঢাকা বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫

Motobad news

লালমোহনে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার 

লালমোহনে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

ভোলার লালমোহনে মো. তৈয়ব উল্যাহ তরিকুল নামে ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কালমা ইউনিয়নের ডাওরী বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই ইউনিয়নের চরলক্ষ্মী গ্রামের আজিজুল হক চৌকিদারের ছেলে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, মো. তৈয়ব উল্যাহ তরিকুল লালমোহন থানার ২০১৯সালের ডাকাতি মামলার এজাহারভুক্ত ১নাম্বার আসামি। জিআর মামলা নং-২৯৮/১৯।
তিনি আরও বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে থানার এসআই রাহাত ও এএসআই মোশাররফ গোপন সংবাদের ভিত্তিতে আসামি কে গ্রেপ্তার করেন। এলাকায় চুরি-ডাকাতি রোধে এসব আসামিকে গ্রেপ্তারে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয় এবং এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি মাকসুদুর রহমান মুরাদ।


এমবি
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন