পাথরঘাটায় বিস্কুটের কার্টন থেকে নবজাতক উদ্ধার
বরগুনার পাথরঘাটায় পরিত্যক্ত একটি বিস্কুটের কার্টন থেকে নবজাতককে উদ্ধার করেছে পাথরঘাটা পুলিশ। বুধবার রাত সাড়ে ১২ টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ড বিএফডিসি সংলগ্ন রাস্তার পাশের একটি দেয়ালের ওপর থেকে নকজাতককে উদ্ধার করা হয়।
রাতে পুলিশ শিশুটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এসময় উৎসুক জনতা শিশুটিকে একনজর দেখতে স্বাস্থ্য কমপ্লেক্সে ভিড় জমায়।
পাথরঘাটা থানার এএসআই আঃ হালিম নবজাতককে বিএফডিসি সংলগ্ন রাস্তার পাশের একটি দেয়ালের ওপর বিস্কুটের কার্টনে মুখে স্কচটেপ লাগানো অবস্থায় উদ্ধার করেন। তিনি ধারণা করছেন রাতের কোনো এক সময় কে বা কারা অজ্ঞাত শিশুটিকে এখানে ফেলে চলে গিয়েছে।
এএসআই আঃ হালিম শিশুটিকে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলে জানান। বাচ্চাটি পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরতদের অধীনে চিকিৎসাধীন আছে।
পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুটিকে মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য বিএফডিসি এলাকার মৎস্য ব্যবসায়ী মারুফ হোসেনের কাছে হাসপাতাল থেকে হস্তান্তর করা হয়েছে।
মৎস্য ব্যবসায়ী মারুফ হোসেন জানান, বাচ্চা সুস্থ আছে, রাত থেকে আমরা অন্য এক মায়ের বুকের দুধ খাইয়েছি। আল্লাহর রহমতে শিশুটি ভাল আছে। এটা মানবিক কাজ। আমি একাজের জন্য বিরক্তবোধ করছি না এর কারণ মানুষ মানুষের জন্য। যদি কেউ বাচ্চাটিকে লালন পালন করতে চান আইনানুযায়ী তার কাছে হন্তান্তর করা হবে।
অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) তোফায়েল আহমেদ সরকার জানান, উদ্ধার হওয়া শিশুটির পরিচয় নিশ্চিত করতে চেষ্টা চলছে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইস মুহাম্মদ আল মুজাহিদ জানান, শিশুটির পরিচয় নিশ্চিত করার জন্য পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুসারে শিশুটির ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এমবি